অ্যাকসেসিবিলিটি লিংক

দুই মন্ত্রীর সাজা: খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী দোষী সাব্যস্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।


দুই মন্ত্রীর সাজা
আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৫০ হাজার টাকার জরিমানা দ- দেয়া হয়েছে তাদের। দুই মন্ত্রীকে সাত দিনের মধ্যে এই অর্থ দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের সাত দিনের কারাদ- ভোগ করতে হবে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ রোববার সকালে এ রায় ঘোষণা করেন। এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদেশে সুপ্রিম কোর্ট বলেন, মন্ত্রীদ্বয়ের বক্তব্য বিচার প্রশাসনে হস্তক্ষেপের শামিল এবং বিচার বিভাগের মর্যাদা ক্ষুণœ করেছে। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত তাদের কঠোর সাজা দেয়নি। এ রায়ের পর দুই মন্ত্রী পদে থাকতে পারবেন কি-না তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধানে এ নিয়ে বিস্তারিত কিছু লেখা নেই। তবে এর সঙ্গে নৈতিকতার ব্যাপারটি জড়িত। এ বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।
হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মনে করেন, সাংবিধানিক পদধারী ব্যক্তি শপথ ভঙ্গ করলে ঐ পদে থাকার অযোগ্য হয়ে পড়েন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দুই মন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। বিএনপিও দোষী সাব্যস্ত দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। গত ৫ই মার্চ ঢাকায় ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ৮ই মার্চ দুই মন্ত্রীর বিরুদ্ধে রুল ইস্যু করে সুপ্রিম কোর্ট।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG