অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পুলিশের সঙ্গে কথিতি বন্দুকযুদ্ধে তিন ব্যাক্তি নিহত


Map of Bangladesh
Map of Bangladesh

বাংলাদেশে মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে কথিতি বন্দুকযুদ্ধে তিন ব্যাক্তি নিহত হয়েছেন। এনিয়ে গত দুই দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে এবং ক্রস ফায়ারে সন্দেহভাজন চার অপরাধী নিহত হলেন।

পুলিশ জানিয়েছে মেহেরপুর জেলার মটমুড়া গ্রামের একতা ইটভাটার পাশে মঙ্গলবারের এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ নিহতদের চাঁদাবাজ বলে দাবি করে বলেছে মটমুড়া গ্রামের কয়েকটি ইতভাটা মালিকের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য ২০-২৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের অপর গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের সূচনা হয়।

পুলিশ জানায় গোলাগুলির একপর্যায়ে দুর্বৃত্তরাতিনজনের লাশ ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটিগুলি, দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশি কেন্দ্রের দেয়া তথ্য মোতাবেক চলতি ২০১৬ সালের প্রথম ১০ মাসে বন্দুক যুদ্ধে এবং ক্রস ফায়ারে অন্তত ১৫১ জন নিহত হয়েছেন।

বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG