অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নির্বাচনের দিন সহিংসতায় ১৮জন নিহত হয়


Women stand in a line to cast their vote at a polling centre during parliamentary elections in Dhaka, Bangladesh, Jan. 5, 2014.
Women stand in a line to cast their vote at a polling centre during parliamentary elections in Dhaka, Bangladesh, Jan. 5, 2014.
বাংলাদেশে ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়েছে। সারা দেশে নির্বাচনের দিন সহিংস ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা বলেছেন রবিবার সংসদীয় নির্বাচনের দিন অন্তত ১৮ জন নিহত হয় এবং ১২০টিরও বেশি ভোটকেন্দ্রে অগ্নী সংযোগের ঘটনা ঘটে।
ঢাকা ট্রিবিইউন পত্রিকায় রবিবার প্রকাশিত রিপোর্টে বলা হয় উত্তরাঞ্চলের ঠাকুরগাও জেলায় একজন ভোটকেন্দ্রের কর্মীকে পিটিয়ে মারা হয়।
সারা দেশে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে রবিবারের নির্বাচনের আগে। কিন্তু সেনাদের উপস্থিতি সহিংসতা দমনে ব্যর্থ হয়।
বিরোধী বিএনপি ভোটারদের ভোট না দেওয়ার আবেদন জানায়। তারা নির্বাচনকে “প্রহসনমুলক” বলে আখ্যায়িত করেছে। এর ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা সব জয়ী হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি এলাকায় আওয়ামী লীগের প্রার্থীরা কোন প্রতিদ্বন্দ্বির সম্মুখীন হয়নি।
XS
SM
MD
LG