অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পোশাক তৈরীর কারখানায় অগ্নিকান্ডে অন্তত ৭ ব্যাক্তি নিহত


বাংলাদেশের কর্মকর্তারা বলেন, রাজধানীতে একটি পোশাক তৈরীর কারখানায় অগ্নিকান্ডে কমপক্ষে সাত জন শ্রমিক মারা গেছে। কর্তৃপক্ষ জানায়, শনিবারে ঢাকার ঐ অগ্নিকান্ডে অন্ততঃ পাঁচ ব্যক্তি আহত হয়। দু’মাস আগে আরেকটি বাংলাদেশী পোষাক তৈরীর কারখানাতে আগুন লাগার পর এক শ’ জনেরও বেশী লোকের মৃত্যু ঘটে।

বাংলাদেশে প্রায় চার হাজার গার্মেন্ট ফ্যাক্টরী আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক প্রস্তুত করে। বাংলাদেশ বিশ্ব বাজারে কাপড় রপ্তানী ক’রে বছরে প্রায় দু’হাজার কোটি ডলার উপার্জন করে। বাংলাদেশের রপ্তানী বাণিজ্যের আশি শতাংশ তৈরী পোশাক থেকেই আসে।

কর্মকর্তারা বলেন, ২০০৬ সালের পর থেকে বাংলাদেশী পোশাক কারখানায় বিভিন্ন অগ্নিকান্ডে কম পক্ষে ৫০০ ব্যক্তি মারা যায়। অধিকারকর্মীদের মতে, নিম্ন মানের কর্ম নিরাপত্তা জনিত কারণে কারখানার মালিকদের খুব কমই বিচারের সম্মুখীন হতে হয়।
XS
SM
MD
LG