অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ভারতের কাছ থেকে জ্বালানি তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে


Map of Bangladesh
Map of Bangladesh

বাংলাদেশ সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন উত্তর পূর্ব ভারতের নুমালিগড়ে যে তেল শোধনাগার রয়েছে সেখান থেকে শোধিত তেল বাংলাদেশের উত্তরাঞ্চল এবং খুলনাসহ দক্ষিনাঞ্চলে সরবরাহ করা হবে। এই তেল সরবরাহের জন্য যে পাইপলাইন দরকার হবে তা ভারত নির্মাণ করে দেবে বলে উল্লেখ করে তিনি বলেন পাইপলাইনটি নির্মাণের জন্য দুই দেশের মধ্যে ইতিমধ্যেই একটি ঋণচুক্তি হয়েছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তেল কেনা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী । বর্তমানে চট্টগ্রাম থেকে রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে তেল পরিবহনে ব্যারেল প্রতি আট ডলার খরচ পড়ে বলে উল্লেখ করে তিনি বলেন ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি হলে এই আট ডলার বেঁচে যাবে। এ ছাড়া ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে এই বিদ্যুৎ আনা হবে। ভারতের পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের জাতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে দেশটির পশ্চিমাঞ্চলে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ পরিবহন করা হবে বলে সংবাদ সম্মেলন জানানো হয়।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG