অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলবার কক্সবাজারের উপকূল অঞ্চলে এবং বর্মা সীমান্ত ঘেঁসা গ্রাম এলাকায় এ ভুমিধ্বস আঘাত হানে


মঙ্গলবার কক্সবাজারের উপকূল অঞ্চলে এবং বর্মা সীমান্ত ঘেঁসা গ্রাম এলাকায় এ ভুমিধ্বস আঘাত হানে
মঙ্গলবার কক্সবাজারের উপকূল অঞ্চলে এবং বর্মা সীমান্ত ঘেঁসা গ্রাম এলাকায় এ ভুমিধ্বস আঘাত হানে

প্রচন্ড বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভুমিধ্বসের নিচে চাপা পড়ে বাংলাদেশের দক্ষিনপূর্বাঞ্চলে বহু লোক প্রাণ হারিয়েছে

প্রচন্ড বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভুমিধ্ধ্বসের নিচে চাপা পড়ে বাংলাদেশের দক্ষিনপূর্বাঞ্চলে বহু লোক প্রাণ হারিয়েছে । মঙ্গলবার কক্সবাজারের উপকূল অঞ্চলে এবং বর্মা সীমান্ত ঘেঁসা গ্রাম এলাকায় এ ভুমিধস আঘাত হানে । কর্মকর্তারা ব’লছেন ভুমিধসের নিচে চাপা পড়ে একটি সেনা শিবিরের কম হ’লেও ৬ সৈনিক প্রাণ হারিয়েছে – আরো চারজন নিখোঁজ রয়েছে । উদ্ধার কর্মিরা ব’লছেন – আবহাওয়ার কারণে দূর্গত এলাকায় গিয়ে পৌঁছুনোয় খুব অসুবিধে হ’চ্ছে । কর্মকর্তারা ব’লছেন – উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে এবং মৃতের মোট সংখ্যা শেষ পর্যন্ত আরো বাড়বে ব’লে আশংকা করা হ’চ্ছে ।

XS
SM
MD
LG