অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আইন-শৃংখলা পরিস্থিতি এবং সরকারের ভূমিকা সম্পর্কে মাহফুজ আনাম


বাংলাদেশে সাম্প্রতিককালে বিরোধীদলীয় নেতাসহ রাজনৈতিক কর্মীদের একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ‘নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। তারা এক বিবৃতিতে বলেছে, ইলিয়াস আলী-সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তাদের বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়েছে, কেবল ২০১২ সালেই অন্তত ১২ জন এভাবে ‘নিখোঁজ’ হয়েছেন। বাংলাদেশের আরেকটি মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত ‘গুম’ হয়েছেন অন্তত ৫০ জন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আইন-শৃংখলা পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের সাথে কথা বলেছেন আহসানুল হক।


XS
SM
MD
LG