অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা সেনানিবাস এলাকায় একজন মিলিটারি পুলিশকে দুর্বৃত্তরা কুপিয়েছে


Bangladeshi people read newspapers, pasted on a wall in an alley in Dhaka, Bangladesh, Oct. 20, 2015.
Bangladeshi people read newspapers, pasted on a wall in an alley in Dhaka, Bangladesh, Oct. 20, 2015.

সাভারে প্রকাশ্যে পুলিশ হত্যার এক সপ্তাহের মধ্যে ঢাকা সেনানিবাসের কচুক্ষেত এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সামিদুল ইসলাম নামের ওই মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করে। এতে সামিদুল ইসলাম আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে। সামিদুল ইসলাম ১৩ মিলিটারি পুলিশের ল্যান্স করপোরাল। ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্যই এ হামলা চালানো হয়েছে।

গত ৪ঠা নভেম্বর রাজধানীর অদূরে সাভারে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করে বলে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টিলিজেন্স খবর দিয়েছিল। এরআগে দুই বিদেশি হত্যা, শিয়া সম্প্রদায়ের সভায় হামলার দায়ও স্বীকার করেছিল আইএস। তবে বাংলাদেশ সরকার ওই খবর নাকচ করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আইএস আছে স্বীকার করানোর চাপ দেয়া হচ্ছে, যেন বাংলাদেশের ওপর হামলে পড়া যায়। তবে মঙ্গলবারের হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ওদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনÑ জেএমবির ১১ সদস্যকে আটক করেছে। পরে তাদের দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG