অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শোক দিবস পালন


Bangladesh incident
Bangladesh incident

রবিবার বাংলাদেশ, শোক দিবস পালন শুরু করেছে। দু’দিন শোক দিবস পালন করা হবে। শুক্রবার সাত ইসলামপন্থী উগ্রবাদী ২০জন জিম্মীকে এবং দুজন পুলিশ অফিসারকে হত্যা করে। ঢাকার অভিজাত গুলশান এলাকায় এক রেস্তোরায় ১১ ঘন্টা ধরে অবরোধের সময় সন্ত্রাসীরা ওই হত্যাকান্ড চালায়।

ইসলামিক স্টেট আক্রমণের দায় স্বীকার করেছে।। কিন্তু চরমপন্থী ওই গ্রুপের সঙ্গে সরাসরি কোন সংযোগ এখনও নিশ্চিত করা হয়নি। সরকারি কর্মকর্তারা আইএসের কোন সংশ্লিষ্টতা অস্বীকার করছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার বলেছেন আক্রমণকারীদের, ইসলামিক স্টেটের সঙ্গে কোন সংশ্লষ্টতা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন জিহাদীরা, স্বদেশী চরমপন্থী গ্রুপ জামাতুল মুজাহেদীন বাংলাদেশের সদস্য ছিল। তিনি বলেন ওই গ্রুপটি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে নিষিদ্ধ এবং হামলাকারীরা ছিল শিক্ষিত এবং ধনী পরিবারের।

XS
SM
MD
LG