অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ বিজিবি সদস্য


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও রক্তক্ষয়
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও রক্তক্ষয়

বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে টহলের সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর অপর একজনকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ‘বিজিবি’ ধরে নিয়ে গেছে। বুধবার কাকভোরে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ ইতোমধ্যে এই ঘটনা ‘ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে’ বলে উল্লেখ করেছে। বিজিবি’র স্থানীয় অধিনায়ক কর্নেল আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুল বোঝাবুঝির কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান হবে। আহত বিজিবি সদস্যকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ মে বাংলাদেশের বান্দরবন সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে একজন বাংলাদেশী সীমান্তরক্ষী বিজিবি নিহত হলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG