অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লক্ষে দাঁড়িয়েছে


일본 히로시마 평화 기념공원에서 6일 원자폭탄 투하 68주년을 맞아 당시의 희생자들을 추모하기 위한 비둘기를 날리고 있다.
일본 히로시마 평화 기념공원에서 6일 원자폭탄 투하 68주년을 맞아 당시의 희생자들을 추모하기 위한 비둘기를 날리고 있다.

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লক্ষে দাঁড়িয়েছে
বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লক্ষে দাঁড়িয়েছে

আজ জাতিসংঙ্ঘ জনসংখ্যা তহবিলের একটি রিপোর্র্ট প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে যে, বাংলাদেশের জনসংখ্যা দু’হাজার ন’সালে বাইশ লক্ষ বেড়ে বর্তমানে ষোল কোটি চুয়াল্লিশ লক্ষে দাঁড়িয়েছে।

ঢাকায় এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক । তিনি বলেন জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচি গুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার দরুন সাম্প্রতিক সময় জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে এবং তিনি এই খাতে আরো সাহায্যের আহ্বান জানান।

বিস্তারিত জানিয়েছেন ঢাকা সংবাদ দাতা আমীর খসরু।

XS
SM
MD
LG