অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় আধাবেলা হরতালে পুলিশের ব্যাপক ধর-পাকড়


ঢাকায় আধাবেলা হরতালে পুলিশের ব্যাপক ধর-পাকড়
ঢাকায় আধাবেলা হরতালে পুলিশের ব্যাপক ধর-পাকড়

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে ঢাকায় আধাবেলা হরতালে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে সোমবার সমাবেশ করবে তেল-গ্যাস রক্ষা কমিটি। সাগরের দুটি ব্লকে গ্যাস অনুসন্ধানে গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার। এতে দেশের স্বার্থ রক্ষা হয়নি দাবি করে ঢাকায় আধাবেলা হরতাল ডাকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রোববার হরতাল শুরুর আগে ভোর সাড়ে ৫টা থেকেই পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের আশপাশে অবস্থান নেয় পুলিশ। সিপিবি কার্যালয়কেই অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করেছে তেল-গ্যাস রক্ষা কমিটি। হরতালের শুরুতেই তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন স্থানে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়। হরতাল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কথা থাকলেও তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা-কর্মীদের সেখানে যেতে বাধা দেয় পুলিশ।

XS
SM
MD
LG