অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গীবাদ-উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে কাজ করবে 


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে জঙ্গীবাদ-উগ্রবাদ মোকাবেলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে দুই দেশ গোয়েন্দা তথ্যসহ তথ্য বিনিময় করার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছে। একটি যৌথ সেল গঠনেও উভয় পক্ষ নীতিগতভাবে রাজি হয়েছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বুধবার বৈঠক করেছেন। বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আই এস-এর সাংগঠনিক তৎপরতা নেই বলা হলেও একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছেই।

রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সব হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং হত্যাকাণ্ডও বন্ধ হওয়া জরুরী বলে উল্লেখ করেন। তিনি বলেন, জঙ্গীবাদ-উগ্রবাদ দমনে তার সরকার বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG