অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা প্রাপ্তির চেষ্টা করবে না


যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়া বন্ধ করে ২০১৩ সালের মাঝামাঝি-যা এখনো বলবৎ আছে। জিএসপি সুবিধা পুনঃপ্রাপ্তির জন্য বাংলাদেশ বহু দেন-দরবার করলেও এখনো পর্যন্ত তা পাওয়া যায়নি। এ অবস্থায় বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আর জিএসপি সুবিধা প্রাপ্তির চেষ্টা নয়; এর বদলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে চেষ্টা তদবির চলবে। পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের একটি প্রস্তাব সোমবার ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জন কেরির কাছে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার বৈঠকে অংশ নেন। বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ভয়েস অফ আমেরিকারকে কেন জিএসপি সুবিধা চাইবেন না- এ প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
এদিকে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য পৃথকভাবে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে বলে প্রস্তাব দিয়েছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG