অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে একজন বাংলাদেশি প্রকৌশলী নিহত


কান্দাহারে যুক্তরাস্ট্রের সৈন্যরা আত্মঘাতী আক্রমণের স্থানে অনুসন্ধান চালাচ্ছে
কান্দাহারে যুক্তরাস্ট্রের সৈন্যরা আত্মঘাতী আক্রমণের স্থানে অনুসন্ধান চালাচ্ছে

আজ আফগানিস্তানে নতুন করে সহিংসতা দেখা দিয়েছে এবং এতে অন্তত একজন শিশু এবং একজন বাংলাদেশি প্রকৌশলী প্রাণ হারিয়েছেন।

নেটো কর্মকর্তারা বলছেন যে দেশের দক্ষিণের কান্দাহার প্রদেশে একটি গাড়িতে বিস্ফোরণ চালালে একজন শিশু মারা যায় এবং আরও এগারো জন শিশু আহত হয়। আফগান কর্মকর্তারা ঐ বিস্ফোরণের জন্যে একজন আত্মঘাতী বোমাবাজকে দোষারোপ করেন এবং বলেন যে এই অক্রমণের লক্ষ ছিলেন সেখানকার জেলা প্রধান।

এ দিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে একজন বাংলাদেশি প্রকৌশলী বালখ প্রদেশে নিহত হন যখন রাস্তা নির্মাণের একটি প্রকল্পে বন্দুকধারীরা আক্রমণ চালায়। তারা বলছেন যে আরও অন্তত দু জন শ্রমিককে পণবন্দী করা হয়।

নেটো কর্মকর্তারা ও দু জন সৈন্যের মৃত্যুর কথা জানান, যাদের একজন আফগানিস্তানের পুর্বাঞ্চলে বিদ্রোহীদের আক্রমণে এবং অন্যজন দেশের দক্ষিণে বোমা আক্রমণে প্রাণ হারায়।

এই সহিংস আক্রমণ এমন এক সময়ে হলো যখন জার্মান চান্সালার আঙ্গেলা মার্কেল অঘোষিত সফরে , উত্তরের কুন্দুজ প্রদেশে জার্মান সৈন্যদের পরিদর্শন করছেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG