অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির মজবুত অবস্থান বানি ওয়ালীদ ছেড়ে বাসিন্দারা পালাচ্ছে


پالرمو ، ایتالیا
پالرمو ، ایتالیا

লিবিয়ার সাবেক নেতা মূয়াম্মার গাদ্দাফির শেষ ক’টা মজবুত অবস্থানের একটির বাসিন্দারা আজ মঙ্গলবার অবস্থান ছেড়ে পালিয়েছে । ইতিমধ্যে নেটো এবং অন্তবর্তী কতৃপক্ষের লড়াকুরা গাদ্দাফি অনুগত বাহিনীর ওপর জোর অভিযান চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শিরা বলছেন ডজন ডজন মোটোরযানে চড়ে লোকজনকে বানি ওয়ালীদ ছেড়ে পালাতে দেখা যাচ্ছে – ওদিকে সেখানে মাথার ওপর নেটোর বিমান বহর চক্কর দিচ্ছে, তাও দেখা যাচ্ছে । এর আগে গতকাল কাছাকাছির আরেক অবস্থান, গাদ্দাফির নিজ শহর সিরতে নিশানা করে নেটোর বিমান বহর একটি রেডার কেন্দ্রে আঘাত হেনেছে । একই সঙ্গে ভুমি থেকে আকাশকে নিশানা করে উত্ক্ষেপনযোগ্য ৮ ক্ষেপনাস্ত্র সিস্টেম , পাঁচটি ভুমি থেকে আকাশ মুখি ক্ষেপনাস্ত্র ছোঁড়ার ভ্রাম্যমান মোটোরযান এবং দু’টি কমান্ড যানে আঘাত হানা হয়েছে। গতকাল অন্তর্বর্তী কতৃপক্ষের প্রধাণ মুস্তাফা আব্দেল জলিল এই প্রথম লিবিয়াতে হর্ষোত্ফুল্ল লিবিয়া বাসিদের উদ্দেশ করে ভাষন দিয়েছেন । ওদিকে চীন সরকারীভাবে লিবিয়ার অন্তবর্তী কতৃপক্ষকে স্বীকৃতি জানিয়েছে ।

XS
SM
MD
LG