অ্যাকসেসিবিলিটি লিংক

গাদ্দাফির অবশিষ্ট শক্ত ঘাটিঁর জন্য লড়াই চলছে


গাদ্দাফির অবশিষ্ট শক্ত ঘাটিঁর জন্য লড়াই চলছে
গাদ্দাফির অবশিষ্ট শক্ত ঘাটিঁর জন্য লড়াই চলছে

লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সেনাবাহিনী নেটোর সহায়তায় শনিবার ক্ষমতাচ্যুত নেতা মোয়াম্মার গাদ্দাফির সবশেষ শক্ত ঘাঁটির একটির ওপর আক্রমণ চালায়।

যোদ্ধারা মরুশহর বানি ওয়ালিদে তাদের অভিযানের সময়ে গাদ্দাফির অনুসারীদের তরফ থেকে প্রবল বাধার সম্মুখীন হয়। এর এক দিন আগে তারা সেই শহরে প্রবেশ করে। অন্তর্বর্তী সরকারী সেনারা বলে, তারা লক্ষ্যভেদি বন্দুকধারী ও গাদ্দাফির অনুসারীদের সন্ধানে নেটোর বিমানের ছত্রচ্ছায়ায় ঘরে ঘরে তল্লাশী অভিযান শুরু করেছে।

বানি ওয়ালিদের কাছে উপস্থিত ভয়েস অব আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ আরট বলেন, তিনি যুদ্ধক্ষেত্র থেকে বড় ধরনের গোলা গুলির আওয়াজ শুনতে পেয়েছেন। অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গাদ্দাফী অনুসারীদের দখলকৃত তিনটি শহরকে শনিবারের মধ্যে আত্মসমর্পন করতে বলেছে। কিন্তু তাদের একজন মুখপাত্র বলেন, গাদ্দাফির অনুসারীদের রনেভংগ দেয়ার মত এখনো সময় বা সু্যোগ রয়েছে।

XS
SM
MD
LG