অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ব্যাংককে সাইবার নিরাপত্তা ঝুঁকির মুখে রাখার অভিযোগ অস্বীকার সুইফটের


বাংলাদেশ ব্যাংককে সাইবার নিরাপত্তা ঝুঁকির মুখে রাখার অভিযোগ অস্বীকার করেছে আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট।

ব্রাসেলস ভিত্তিক সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তাদের টেকনিশিয়ানদের ত্রুটিপূর্ণ কাজের জন্য বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার অভিযোগটি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে সুইফটের কোনো দায় নেই কারণ সার্ভারের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুরোপুরিভাবে বাংলাদেশ ব্যাংকের।

এর আগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের বরাত দিয়ে বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত অক্টোবরে বাংলাদেশ ব্যাংকে সুইফট মেসেজিং প্ল্যাটফরমের সঙ্গে একটি নতুন ট্রানজেকশন সিস্টেম যুক্ত করে যান সুইফটের টেকনিশিয়ানরা। এ সময় তাদের ত্রুটিপূর্ণ কাজ ও অবহেলার কারণে সার্ভারের নিরাপত্তায় ফাঁক থেকে যায় যার ফলে সার্ভার অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগে হ্যাকাররা সহজেই সার্ভারে প্রবেশ করে রিজার্ভের টাকা চুরি করে বলে তিনি অভিযোগ করেন।

XS
SM
MD
LG