অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় শোক দিবস পালিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।

১৯৭৫ সালের এই দিনে এক অভ্যুত্থানে সপরিবারে নিহত হন বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সকালে ঢাকায় এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত এই মহান নেতার প্রতিকৃতিতে।

টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাজারেও ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ। ঢাকা ছাড়াও সারাদেশে দোয়া মহফিল, প্রার্থনা, কাঙ্গালি ভোজ, আলোচনা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়।

এদিকে, বাংলাদেশের পুলিশ প্রধান একেএম শহিদুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক খুনিরা যেসব দেশে আশ্রয় নিয়েছে তাদের ফেরানোর বিষয়ে ঐসব দেশ সাড়া দিচ্ছে না।

XS
SM
MD
LG