অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ২৪ গরু পাচারকারী নিহত


নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসবার পর থেকে সীমান্তে গরু পাচার বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত বাহিনীর গুলিতে ২৪ জন নিহত হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অখুশী। সম্প্রতি দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বাংলাদেশ অনুযোগ করে, আগ্নেয়াস্ত্র ছাড়াই তো টহল দেওয়ার কথা ছিল। ভারতের বক্তব্য, গরু পাচার আটকাতে গেলেই সীমান্তরক্ষীরা পাচারকারীদের হাতে আক্রান্ত হচ্ছে। তাই আত্মরক্ষার্থেই গুলিচালনা। কড়া ব্যবস্থায় গরু পাচার কিন্তু ৭০% কমে গিয়েছে বলে বাহিনীর দাবি।

মাত্র দু হাজার টাকার পারিশ্রমিকের জন্য কেই-বা আর জীবন বিপন্ন করতে চায়? কাজেই তারা অনেকেই এই বিপজ্জনক পেশা আস্তে আস্তে ছেড়েই দিচ্ছে। সরকারি তথ্য বলছে, ২০১৩ সালে যেখানে ২২ লক্ষ গরু পাচার হয়েছিল, ২০১৪-য় তা কমে আসে ১৮ লক্ষে। এ বছর জুলাই পর্যন্ত পাচার হয়েছিল কেবল সাড়ে চার লক্ষ গরু।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG