অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ধারনার চেয়ে ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে


বাংলাদেশে ঘূর্ণিঝড় রোয়ানু ও জলোচ্ছ্বাসের আঘাতে যে পরিমাণ ক্ষয় ক্ষতির কথা আগে ধারনা করা হয়েছিল তার চেয়ে এর পরিমাণ বেশি বলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে।

চট্টগ্রামসহ দক্ষিণ পূর্বাঞ্চলের ১৫ টি উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল থেকে পাওয়া খবরে জানা গেছে এসকল এলাকার ক্ষয় ক্ষতির পরিমাণ শত শত কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপেই ২০০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কুতুবদিয়া সমিতির নেতারা। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG