অ্যাকসেসিবিলিটি লিংক

রাজশাহীর বাগমারায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১, আহত ১০ জন


বাংলাদেশের রাজশাহীর বাগমারায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বোমা বহনকারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমা নামাজ আদায়ের মধ্যেই বোমা বিস্ফোরিত হয়। মহিলাসহ শতাধিকজন নামাজ পড়ছিলেন। এ সম্পর্কে আহত একজন ঘটনার বর্ণনা দিয়েছেন। বোমা বহনকারী নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বহনকারী ব্যক্তি বোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় তা বিস্ফোরিত হয়। নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছাড়া তারা আরও একজনকে পালিয়ে যেতে দেখেছেন।

বাংলাদেশে আত্মঘাতী বোম হামলার ঘটনা এই প্রথম ঘটলো। বাংলাদেশের আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আহমদ তাবশীর চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বলেন, তারা আতঙ্কিত।
বাংলাদেশে আহমদিয়া সম্প্রদায়ের লক্ষাধিক ব্যক্তি রয়েছেন এবং মসজিদ রয়েছে প্রায় দুইশ। উল্লেখ্য, ১৯৯৯ সালে খুলনায় আহমদিয়া সম্প্রদায়ের উপরে বোমা হামলায় ৭ জন নিহত হয়েছিলেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG