অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে দুই ব্র্যাক কর্মকর্তা অপহৃত


আফগানিস্তানে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল বন্দুকধারী।

২৪ ঘন্টা পার হয়ে গেলেও কেউ এ অপহরণের দায়িত্ব স্বীকার করেনি। কিংবা মুক্তিপণও দাবি করেনি।

ব্র্যাকের সিনিয়র লিড কম্যুনিকেশন কর্মকর্তা রনি মির্জা জানিয়েছেন, কুন্দুজে ফিল্ড পরিদর্শন শেষে বাগলান যাওয়ার পথে তারা অপহৃত হন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রকৌশলী শওকত আলী এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম খানকে অপহরণ করা হয়। কাবুল থেকে ২৬০ কিলোমিটর দূরে পাহাড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

ব্র্যাকের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আফগান কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য যে, ২০০২ সাল থেকে আফগানিস্তানে ব্র্যাক কাজ করছে। এর মধ্যে বন্দুকধারীদের হামলায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন। ২০০৭ সালে ব্র্যাককর্মী নূরুল ইসলামকে অপহরণ করা হলেও তাকে উদ্ধার করা হয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:32 0:00

XS
SM
MD
LG