অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় ‘সৌদিয়া’র নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছে সৌদি আরব


সৌদি এয়ারলাইন্সের বিমান ‘সৌদিয়া’র জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদি সরকার বাংলাদেশের কাছে অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ সম্বলিত একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হয়েছে।

সৌদি আরবের আশংকা, তাদের বিমান সংস্থার বিমান ছিনতাই বা হামলার শিকার হতে পারে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিলিপাইনে সৌদি বিমান ছিনতাইয়ের এক পরিকল্পনা নস্যাৎ করে দেয় ফিলিপাইন কর্তৃপক্ষ। এই কারণে ঐ অঞ্চলসহ বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশসহ কয়েকটি দেশকে অনুরোধ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG