অ্যাকসেসিবিলিটি লিংক

আশিয়ানের সঙ্গে রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক সংযোগ বাড়াতে চায় বাংলাদেশ


সংলাপ অংশীদার হিসেবে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আশিয়ানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ বাড়াতে চায় বাংলাদেশ।

সোমবার ঢাকায় ইন্দোনেশীয় দূতাবাসে আশিয়ানের পতাকা উত্তোলন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমন মন্তব্য করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে সম্পর্কের প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ে আশিয়ান এর সক্রিয় ভূমিকা কামনা করেন।

তিনি বলেন এটা দুটি ঐতিহাসিক অঞ্চলের মধ্যে শুধু সেতুই স্থাপন করবে না, এর ফলে বিনিয়োগ, বাণিজ্য প্রসার ও সাংস্কৃতিক সম্পর্কও সমৃদ্ধ করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল বিশ্বে আঞ্চলিক জোটগুলোর মধ্যে আশিয়ান যে সবচেয়ে সফল তাতে কোনও সন্দেহ নেই।

তিনি বলেন, সার্ক ও বিমসটেকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিবেশী আশিয়ান দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগ উন্নয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যা এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে আশিয়ান দেশ সমূহের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG