অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ব্যাংকের অর্থ ফেরত আনার চেষ্টা


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের কোটি ১০ লাখ ডলার অর্থ, যা কিনা ফিলিপাইনে চলে যায়, তা ফেরত আনার লক্ষ্যে চেষ্টা-তদবিরে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল বর্তমানে ম্যানিলা রয়েছেন। প্রতিনিধি দল ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, কিছু আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে উদ্ধার হওয়া কোটি ৫০ লাখ ডলারের মতো অর্থ বাংলাদেশ যে ফেরত পাচ্ছে- তা এক প্রকার নিশ্চিত। বাকি অর্থ কিভাবে উদ্ধার ফেরত পাওয়া যাবে তা নিয়েই এখন মূল উদ্বেগ। তবে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ম্যানিলায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া কোটি ১০ লাখ ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার ব্যাপারে তার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। এদিকে, ফিলিপাইনের যে ব্যাংকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থ লেনদেন হয় সে ব্যাংককে দোষী সাব্যস্ত করে কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। ঢাকায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG