অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ: নজরুল ইসলাম খান


কোন বিচারপতি অবসরে যাওয়ার পর লেখা রায় অসাংবিধানিক বলে প্রধান বিচারপতি এস, কে, সিনহা যে বক্তব্য দিয়েছেন সে অনুযায়ী পঞ্চদশ সংশোধনী অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, "তাহলে যে রায়ের রেফারেন্স দিয়ে আপনারা পঞ্চদশ সংশোধনী করলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন সে রায় তো আজকে প্রধান বিচারপতির ভাষায় তা বেআইনি ও অসাংবিধানিক এবং সে কারণে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার যোগ্য হয়ে গেছে, আমার বাংলাদেশের জনগণও তাই চায়।"

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সাবেক প্রধান বিচারপতি এ, বি, এম, খায়রুল হকের দেয়া রায়টি তিনি অবসরে যাওয়ার পর লিখেছিলেন যার ভিত্তিতে সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীটি পাশ করা হয়।

এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রধান বিচারপতির বক্তব্যের পর সংবিধান সংশোধন করে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবী জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG