অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ব্রিটেন


নিয়মিতভাবে 'কৌশলগত সংলাপের’ মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ব্রিটেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বর্তমানে বাংলাদেশ সফররত ব্রিটেনের পররাষ্ট্র এবং কমনওয়েলথ বিষয়ক দপ্তরের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড মঙ্গলবার ঢাকায় এই স্মারকে স্বাক্ষর করেন।

পরে তারা প্রথমবারের মতো কৌশলগত সংলাপে বসেন যাতে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় বিশেষ করে ব্রেক্সিটের পর বাংলাদেশ অভিন্ন ইইউ বাজারে যে সুবিধা পেয়ে থাকে ব্রিটেনে তা অব্যাহত রাখা এবং বাংলাদেশ থেকে ব্রিটেনে সরাসরি কার্গো বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারের মত বিষয়গুলো স্থান পেয়েছে।

সংলাপে বসার আগে সাইমন ম্যাকডোনাল্ড বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

XS
SM
MD
LG