অ্যাকসেসিবিলিটি লিংক

সাভারে ধসে পড়া ভবনের ধংসস্তুপে উদ্ধার কাজ লাগাতার চলছে


বাংলাদেশে রাজধানী ঢাকার অদূরে সাভারে রাণা প্লাজার ধংসস্তুপের ভেতর থেকে এ পর্যন্ত ২ শ’ ১২টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত দেড় হাজার লোক জখম হয়েছেন – এক হাজারের মতো লোক জিবিত উদ্ধার পেয়েছেন দংসস্তুপের ভেতর থেকে । রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহূরূল আলম ।
আমির খসরূ তাঁর প্রথম রিপোর্টে বলছেন , ধংসস্তুপের ভেতর থেকে জিবিত ও মৃতদের বের করে আনতে উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে । ইতিমধ্যে ঘটনার জন্যে দায়িদের শাস্তি দাবি করে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন । দু’হাজার বারো সাল পর্যন্ত দশ বছরে গার্মেন্টস শিল্পে , দূর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৭ শ’ শ্রমিক । এর মধ্যে নারীদের সংখ্যা রয়েছে বিস্তর । শাস্তির অনুপস্থিতিতে এরকম ঘটনা বারবার ঘটছে বলে ঢাকায় এক বিশেষজ্ঞ মনে করেন । অপর এক বিশেষজ্ঞ মনে করেন এতে করে বিদেশে গার্মেন্টসের বাজারে বাংলাদেশের উপস্থিতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে । বিশেষজ্ঞদের মন্তব্য নিয়ে পাঠানো আমির খসরূর দ্বিতিয় রিপোর্টটি এরকম ।
please wait
Embed

No media source currently available

0:00 0:07:19 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG