অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করতে হবে: তথ্যমন্ত্রী


বাংলাদেশ এবং চীনের মধ্যে সুসম্পর্কের কারনে অন্য কোন বন্ধু রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসনানুল হক ইনু।

বুধবার ঢাকায় এক সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। বাংলাদেশকে একটি অগ্রসরমান অর্থনীতির দেশ বলে আখ্যায়িত করে তিনি বলেন, এদেশের উন্নয়নের যাত্রাকে আরও ত্বরান্বিত করতে প্রতিবেশী ও অন্যান্য বন্ধু রাষ্ট্র সমূহের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করতে হবে।

বিনিয়োগ নির্ভর বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থা, তথ্য-প্রযুক্তি এবং কাজের দক্ষতার আরও উন্নয়ন ঘটাতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এজন্য বাংলাদেশকে বহুপাক্ষিক যোগাযোগ বাড়াতে হবে।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদ অধ্যাপক এম, এম, আকাশ, সিপিডি'র নির্বাহি পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও অন্যান্যরা অংশ নেন। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG