অ্যাকসেসিবিলিটি লিংক

আগামীকাল বৃহস্পতিবার চট্রগ্রাম সিটি কর্পোরেশানের নির্বাচন অনুষ্ঠিত হ’তে চ’লেছে ।


দুজন মেয়র পদপ্রার্থী
দুজন মেয়র পদপ্রার্থী

আগামীকাল বৃহস্পতিবার চট্রগ্রাম সিটি কর্পোরেশানের নির্বাচন অনুষ্ঠিত হ’তে চ’লেছে । জয়ের ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত এ বি এম মহিউদ্দীন চৌধুরী এবং বি এনপি ও জামাত সমর্থিত প্রার্থী মঞ্জুরূল আলম উভয়েই শতভাগ আশাবাদী ব’লে উল্লেখ ক’রেছেন । এঁরা দু’জনই একে অপরের বিরূদ্ধে হুমকি ধমকি প্রদানের অভিযোগ ক’রছেন এন্তার । এঁদের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হবে ব’লে ধারণা করা হ’চ্ছে । এ নির্বাচনে ১৬ লক্ষ ৮৮ হাজার ভোটার একজন সিটি মেয়র এবং সংরক্ষিত মহিলা আসনসহ ৫৫ জন কাউন্সিলর নির্বাচন ক’রবেন । রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরূত্বপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি এখন সম্পন্ন হ’য়েছে ব’লে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন । রাজনৈতিক বিশ্লেষকেরা ব’লছেন প্রধাণ দু’ই দলের সমর্থনপুস্ট প্রার্থীদের কারনে এ নির্বাচন এখন রাজনৈতিক একটা চ্যালেঞ্জের রূপ পরিগ্রহ ক’রেছে । ইতিমধ্যে নির্বাচন বিধি লংঘনের অভিযোগে বি এন পি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীকে আটক করা হ’য়েছে ব’লে সাংবাদিকরা জানিয়েছেন ।

XS
SM
MD
LG