অ্যাকসেসিবিলিটি লিংক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় ছয় নম্বরে বাংলাদেশ


বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিতে থাকা দেশগুলোর যে তালিকা প্রস্তুত করেছে জার্মানীর একটি গবেষনা সংস্থা সেই তালিকার ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ। জার্মানির জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠান জার্মান ওয়াচ প্রকাশিত বৈশ্বিক জলবায়ু সূচকে বলা হয়েছে, সর্বোচ্চ ঝুঁকির মধ্যে থাকা দেশগলোর প্রথমে রয়েছে হন্ডুরাস, দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে, হাইতি, ফিলিপাইন, নিকারাগুয়া,বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড, গুয়েতামালা। ১৯৯৫ থেকে ২০১৪ অর্থাৎ ২০ বছরের প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগের সংখ্যার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, এ সময়ে বিশ্বের প্রায় ১৫ হাজারেরও বেশি প্রাকৃতিক দুর্যোগে ৫ লাখ ২৫ হাজারেরো বেশি মানুষের জীবনহানি ঘটেছে। ক্ষতি হয়েছে ২.৯৭ ট্রিলিয়ন ডলার। সংস্থাটি আশংকা প্রকাশ করেছে যে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারনে বরফগলা, সাগরের পানির উষ্নতা ও উচ্চতা বৃদ্ধি, খরা ও দুভিক্ষের মতো ভয়াবহ অন্যান্য সব ঘটনাও ঘটতে পারে ভবিষ্যতে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG