অ্যাকসেসিবিলিটি লিংক

বিচারপতিদের ডাকা মানে - তাদের স্বাধীনতা খর্ব করা


বিচারপতিদের ডাকা মানে-তাদের স্বাধীনতা খর্ব করা:
বিচার বিভাগ স্বাধীন না থাকলে দেশের কেউ নিরাপদ থাকতে পারবে না। ইমপিচমেন্টের বিধান থাকতে আপনি সংসদ বা টকশো কোথাও বিচারপতিদের সমালোচনা করতে পারেন না। তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ যদি পান তাহলে তাদের ইমপিচমেন্ট করেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিতের লক্ষ্যে করণীয়’ শীর্ষক আলোচনায় বিশিষ্টজনরা এসব মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক-সুজন এ আলোচনার আয়োজন করে। মূল প্রবন্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, বিচার বিভাগ নিয়ে স্বস্তি নেই। রয়েছে উৎকন্ঠা। আলোচনায় অংশ নিয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি আবদুল মতিন বলেন, বিচারপতিদের ডাকা মানে তাদের স্বাধীনতা কার্টেল করা। আর চায়ের দাওয়াত না, আর ডিনার পার্টি না।
আলোচনায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, বিচারকরা কোন যোগ্যতায় নিয়োগ হলো তা জনগনের জানার অধিকার রয়েছে। আমরা সেই যোগ্যতা দেখতে চাই।তিনি বলেন, দলীয় করণের কারণে আমরা ক্যানসারে ভুগছি। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বিচার বিভাগ সম্পর্কে জনগনের মাঝে নেতিবাচক হতাশা আছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, আইনের শাসন পাওয়ার অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইন না থাকায় অনেক অযোগ্য ব্যক্তি বিচারক হিসেবে নিয়োগ পাচ্ছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ আরও কয়েকজন আলোচনায় অংশ নেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG