অ্যাকসেসিবিলিটি লিংক

মাসিক আয় ১৬ হাজার টাকা হলেই কর দিতে হবে: বাংলাদেশের অর্থমন্ত্রী


যাদের মাসিক আয় কমপক্ষে ১৬ হাজার টাকা, তাদের সবাইকে করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সিলেটে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, যারা মাসিক কমপক্ষে ১৬ হাজার টাকা আয় করেন তাদের সবাইকে অবশ্যই কর দিতে হবে।

তবে কবে নাগাদ সরকারের এ উদ্যোগ কার্যকর করা হবে তার কোন সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি কিছু বলেননি।

সরকারের নতুন এ উদ্যোগের ফলে যাদের বার্ষিক আয় দাঁড়াবে ১৯২,০০০ টাকা তাকেই কর দিতে হবে। ২০১৫-১৬ অর্থ বছরে বাজেটে অবশ্য ২৫০,০০০ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের ওপর কর রেয়াত দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে এবং তাদের আয়েও কর আরোপে যৌক্তিক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি তিনি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বলেছেন সকল নাগরিকেরই কর দেয়া উচিৎ। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG