অ্যাকসেসিবিলিটি লিংক

‘বৈদেশিক সহায়তা বিল’ নিয়ে উদ্বেগ ইইউ'র


বাংলাদেশে বৈদেশিক অনুদানপ্রাপ্ত কোনো এনজিও দেশের সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে কোনো বিদ্বেষপূর্ণ বা মর্যাদাহানিকর কোনো মন্তব্য করলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করার ক্ষমতাসম্পন্ন বৈদেশিক সহায়তা বিলজাতীয় সংসদে পাস হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঢাকাস্থ মিশন প্রধানগণ এক বিবৃতিতে বলেছেন, এতে উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এবং যথাযথ বাস্তবায়নের পথে বাঁধা সৃষ্টির সম্ভাবনা থেকে যায়। তাছাড়া এর মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাও সীমিত হয়ে যাবে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলো যে কর্মকান্ড পরিচালনা করছে তা উন্নয়নের সাফল্য এনে দিয়েছে এবং সিভিল সোসাইটি মানবাধিকার প্রশ্নে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতগণ, দাতাদের অর্থায়নে পরিচালিত এনজিওগুলো যাতে বাধাবিঘ্নবিহীনভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা যাতে ক্ষুন্ন না হয়, তা নিশ্চিতের আহবান জানিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG