অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ১০টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে, প্রাণহানি অন্তত ২২ জনের


বাংলাদেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের অন্তত ১০ টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে।

ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আশঙ্কা জনক অবনতি ঘটায়, সেখানকার বন্যার পানি নামতে শুরু করলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

বন্যার পানিতে ডুবে গত প্রায় ১০ দিনে অন্তত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এখনও লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে আছে যাদের উদ্ধারের কোন তৎপরতা বা উদ্যোগ দেখা যাচ্ছে না। বানভাসি মানুষ অভিযোগ করেছে, সরকারি ত্রাণ অপ্রতুল এবং পানির নিচে টিউবওয়েল গুলো ডুবে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় চলছে বিশুদ্ধ পানির ব্যাপক সঙ্কট। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG