অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা হুমকীর সম্মুখীন: এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


স্বাধীন মত প্রকাশকারীদের জন্য ক্রমাগত বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ। স্বতন্ত্র গণমাধ্যম মারাত্মক চাপের মুখে পড়েছে। সীমিত করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫/২০১৬ বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলা হয়।

৪০৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বাংলাদেশ অনুচ্ছেদে আরও বলা হয়, কমপক্ষে ৯ জন ব্লগার ও প্রকাশক হামলার শিকার হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫ জন। ৪০ জনেরও বেশি মানুষ গুম হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বাস ও অন্যান্য যানবাহনে পেট্রোল বোমা হামলা করা হলে কয়েক ডজন মানুষ মারা গেছে।

গত নভেম্বরে একটি সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে যে, সংসদের সমালোচনা করায় দুর্নীতি-বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নিবন্ধন বাতিল করা উচিত। ঢাকার একটি আদালত নাগরিক সমাজের ৪৯ জন সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে। এই ৪৯ জন বিচার প্রক্রিয়াকে অন্যায্য বলে সমালোচনা করেছিলেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

XS
SM
MD
LG