অ্যাকসেসিবিলিটি লিংক

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে হতাশা


গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর বিভিন্ন স্তরের মানুষ হতাশা ব্যাক্ত করেছেন। তারা বলেছেন নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য দ্রব্যের দাম ইতিমধ্যে ঊর্ধ্বমুখী এবং এর সাথে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করায় তাদের জীবন ধারণ আরও কঠিন হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জ্বালানী নিরাপত্তা ও ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতান বৃদ্ধির উল্লেখ করে গ্যাসের মূল্য ২৬.২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম প্রায় ৩ শতাংশ বাড়িয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন মাত্র ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতান বৃদ্ধির অজুহাতে বঞ্চিত করা হয়েছে দৈনিক মাত্র দুই ডলার আয় করা ১২ কোটির ওপর প্রান্তিক জনগোষ্ঠীকে।

please wait

No media source currently available

0:00 0:01:56 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG