অ্যাকসেসিবিলিটি লিংক

বাংদেশের বিশিষ্ট নাগরিকরা বলেছেন অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা


দেশের বিশিষ্ট নাগরিকরা বলেছেন অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার নিশ্চিত করা। শনিবার ঢাকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ নামের একটি উদ্যোগের আত্মপ্রকাশ নিয়ে প্রেস ব্রিফিংয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে অভিযোগ করেন রাষ্ট্র কোনও কিছুর তোয়াক্কা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে।

এটা কোনও আধুনিক, গণতান্ত্রিক, সুশাসন সম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য হতে পারেনা বলে তিনি মন্তব্য করেন। সুলতানা কামাল বলেন উন্নয়নের লক্ষ্য হওয়া উচিত সকল দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। প্ল্যাটফর্ম এর আহ্বায়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন দেশে আইনের শাসন ও সুশাসন এবং মানবাধিকার না থাকলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ হয় এবং একারণে উন্নয়নের স্বার্থে রাষ্ট্রকেই এ তিনটি বিষয় নিশ্চিত করতে হবে।

XS
SM
MD
LG