অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সংখ্যালঘুদের দেশ ত্যাগে উৎসাহিত করা ভারতের ঠিক নয়: রানা দাশগুপ্ত


সাম্প্রদায়িক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে যেসব হিন্দু ভারতে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেয়ার বিষয়ে সে দেশের সরকার যে ঘোষণা দিয়েছে তাতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদিক রানা দাশগুপ্ত।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের এ ধরনের ঘোষণায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে। বাংলাদেশে যারা হিন্দুদের উচ্ছেদ করে তাদের জমি-জায়গা দখল করতে চায় তারা ভারতের উদ্যোগে আরও উৎসাহিত হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন এমন কোন সিদ্ধান্ত ভারতের নেয়া উচিত নয় যা এদেশের সংখ্যালঘু নাগরিকদের দেশ ত্যাগে উৎসাহিত করবে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছেন বলে তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিয়াই যে খবর প্রচার করেছে রানা দাশগুপ্ত তা অসত্য বলে পুনরায় দাবি করেছেন । তবে বার্তা সংস্থাটির তরফে দাবি করা হয়েছে তারা তাঁর বরাত দিয়ে যে সংবাদ প্রচার করেছে তা সঠিক।

সরাসরি লিংক

XS
SM
MD
LG