অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ


bd
bd

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ২০১৬ সালের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত বৈশ্বিক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। রিপোর্টের বাংলাদেশ সংক্রান্ত অংশে বলা হয়েছে, এদেশের উগ্রবাদী সংগঠনগুলো নিজেদের দায়েশ বা ইসলামিক স্টেট ও আল কায়েদা ভারতীয় শাখার সাথে সম্পৃক্ততার দাবি করছে এবং তারা বিদেশীসহ বেশ কিছু হত্যাকান্ড ঘটিয়েছে। সরকার এসব জঙ্গীদের বিরুদ্ধে শক্তিশালী অভিযান এবং কার্যক্রম চালাচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, এর ফলে বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, অর্থ হাতিয়ে নেয়ার লক্ষ্যে আটক ও নির্যাতনসহ এ জাতীয় ঘটনা বেড়েছে। সুশীল সমাজ এবং রাজনৈতিক অধিকারকে সীমিত করতে সরকার সন্ত্রাস মোকাবেলার কার্যক্রমকে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের রিপোর্টে বাংলাদেশের ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকান্ডকেই বড় ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, নির্যাতন, আটকসহ এ জাতীয় বিষয়ের জন্য আইন-শৃংখলা রক্ষাবাহিনীকে দায়ী করা হয়েছে।
এছাড়াও রিপোর্টে স্বাধীন মতামতে বাধা-বিঘ্ন সৃষ্টি, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতনের ঘটনাসহ নানা বিষয়ের উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG