অ্যাকসেসিবিলিটি লিংক

শিগগিরই বাস ও পণ্য পরিবহন যানবাহন চলবে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে


বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে খুব শিগগিরই বাস ও পণ্য পরিবহন যানবাহন চলাচল শুরু হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এই তথ্য জানিয়েছেন। গত জুনে এই চারটি দেশের মধ্যে বাস চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যেগুলোর সাথে বাংলাদেশ আরও সড়ক ও রেল যোগাযোগ স্থাপন এবং সেতুবন্ধন রচনা করতে চায়। এ লক্ষ্যে আসামের রাজধানী গোহাটিতে একজন উপ-রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একজন সহকারী রাষ্ট্রদূত যোগ দেবেন ভিসা ব্যবস্থা সহযোগীকরণের জন্যে। পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ খাতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা চলছে। ভারতের নুমালিগর রিফাইনারী থেকে পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুর হয়ে বাংলাদেশে ডিজেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে জলবিদ্যুৎ প্রকল্প যৌথভাবে নির্মাণ করা যায় কিনা তারও সম্ভাবতা যাচাই করা হচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG