অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনায় যৌথ তদন্ত হবে: বিজিবি-বিএসএফ প্রধান


বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে দুই দেশের ৬দিনব্যাপী সীমান্ত সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে সিদ্ধান্ত নেবে।

বিজিবি ও বিএসএফ-এর দুই প্রধান এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিজিবি’র প্রধান মেজর জেনারেল আজিজ আহমদ বলেন, এখন থেকে সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনায় যৌথ তদন্ত হবে। আর প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিএসএফ প্রধান কে কে শর্মা।

দুই মহাপরিচালকই বলেছেন, প্রতিবেশী দুই দেশের সীমান্তে মৃত্যু কোনো ভাবেই কাম্য নয়। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG