অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করবে বাংলাদেশ-ভারত


বাংলাদেশ ও ভারত জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করার কথা জানিয়েছে। সাথে সাথে এ বিষয়ে পারস্পরিক তথ্য বিনিময়ের ব্যাপারেও সম্মত হয়েছে দুই দেশ।

মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে উভয় দেশে থাকা দাগী আসামী এবং অপরাধীদের দ্রুত স্ব স্ব দেশে ফিরিয়ে আনার বিষয়েও ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান।
বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত হলে ভারতের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়া হয়। বৈঠকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতে ভিসা ব্যবস্থা সহজীকরণের বিষয়টি উত্থাপিত হলে, ভারত ভিসা ব্যবস্থা সহজীকরণ করা হবে বলে জানিয়েছে। বৈঠকে মাদক চোরাচালান, মানবপাচার বন্ধ করাসহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG