অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২৮ জুন থেকে ভারতের আকাশবাণী'র ১৬ ঘণ্টার বিশেষ সম্প্রচার


আগামী ২৮ জুন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের শ্রোতাদের জন্য আকাশবাণী-র (অল ইন্ডিয়া রেডিও) বিশেষ সম্প্রচারের সূচনা করবেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই সম্প্রচার শুরু হয়েছিল। কিন্তু কলকাতায় ঐ ট্রান্সমিটারটি নষ্ট হয়ে যাওয়ায় ২০১০ সালে সেটি বন্ধ হয়ে যায়। এখন নতুন ট্রান্সমিটার বসিয়ে নতুন ভাবে ঐ সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন `প্রসার ভারতী`-র প্রধান জওহর সরকার।

এই সম্প্রচারের নির্বাচিত অংশ বাংলাদেশের স্থানীয় এফ এম চ্যানেলেও সম্প্রচার করা যেতে পারে কিনা, সে বিষয়ে কথা চলছে ঢাকার সঙ্গে দিল্লির।

আগেকার সাড়ে ছয় ঘণ্টার বদলে এখন থেকে দিনে ১৬ ঘণ্টা ধরে এই সম্প্রচার করা হবে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও বাউলগান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গীর কথাও শোনা যাবে এই প্রচার তরঙ্গে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG