অ্যাকসেসিবিলিটি লিংক

জেএমবি'র ৬ জঙ্গীকে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে গ্রেফতার


ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ বা জেএমবি'র ৬ জঙ্গীকে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন ২০১৪ সালের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুুক্ত আসামী। গ্রেফতার করা ৬ জঙ্গীর মধ্যে ৩ জন বাংলাদেশী নাগরিক বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।

কলকাতা পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। বাংলাদেশের পুলিশ রাজশাহী থেকে জেএমবি'র এক গুরুত্বপূর্ণ সদস্যকেও গ্রেফতার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার সাংবাদিকদের বলেছেন, সন্ত্রাস-জঙ্গীবাদ নিয়ন্ত্রণে রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার মেডিকেল হাসপাতাল মর্গে এখনো ১৪ জঙ্গীর মরদেহ রয়েছে। ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই মরদেহগুলো অবিলম্বে সরিয়ে নিতে কয়েক দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্বজনদের পক্ষ থেকে মরদেহ নিতে আগ্রহ দেখানো না হলে, তাদেরও বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG