অ্যাকসেসিবিলিটি লিংক

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্দী প্রত্যর্পন চুক্তির সংশোধনী স্বাক্ষর


বাংলাদেশ এবং ভারতের মধ্যে অপরাধী হস্তান্তর সহজীকরণের লক্ষ্যে দুই দেশের মধ্যেকার বন্দী প্রত্যর্পন চুক্তির একটি সংশোধনী স্বাক্ষর করেছেন দুই দেশ। সংশোধনী অনুযায়ী আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি করার ভিত্তিতেই দুই দেশের মধ্যে প্রত্যপর্ন করা যাবে।

বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর মধ্যেকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংশোধনী স্বাক্ষরিত হয়। বৈঠকে জঙ্গীবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহায়তা বৃদ্ধিতে ঐকমত্যসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জঙ্গীবাদ মোকাবেলা দমনে বাংলাদেশকে সহযোগিতা করারও আশ্বাস দেয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সময় ভারতীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন।
এদিকে, জঙ্গীবাদের মামলাগুলোর নিষ্পত্তি দ্রুততর করা এবং দেখভালের জন্য আইন মন্ত্রণালয় একটি পৃথক সেল গঠন করবে বলে আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার জানিয়েছেন।

অন্যদিকে, দিনাজপুরে ১৯টি হাতে তৈরি বোমাসহ তিনজন সন্দেহভাজন জঙ্গীকে আটক করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG