অ্যাকসেসিবিলিটি লিংক

এলপিজি পরিবহনে বাংলাদেশের ভূখন্ড ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারত


বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি পরিবহনের জন্য ভারত সরকার বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছে।

এলপিজি ট্রানজিটের বিষয়টি নিয়ে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরীর সঙ্গে কথাও বলেছেন বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের প্রস্তাব অনুযায়ী, এলপিজি পরিবহনে তারা রেল ও সড়ক পথ ব্যবহার করতে চায়। বাংলাদেশের ওপর দিয়ে এলপিজি পরিবহনের সুযোগ পেলে বর্তমানে যে সময় ও অর্থ ব্যয় হয় তা কমে আসবে বলে ঐ দেশটির বিষেশজ্ঞদের অভিমত।

তবে ভারতের দেয়া প্রস্তাবের ব্যপারে বাংলাদেশ এখনও পর্যন্ত কোন জবাব দেয়নি। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভারী যন্ত্রপাতি নেয়ার জন্য ভারতকে অনুমতি দিয়েছিল বাংলাদেশ। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG