অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধের উপর তথ্যচিত্র নির্মাণ করা হবে


Sheikh Mujib
Sheikh Mujib

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একাত্তরের মুক্তিযুদ্ধের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করা হবে। দুহাজার একুশসালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশবছর পূর্তি হবে। এই বিষয়টি মাথায় রেখেই এই তথ্যচিত্রটি তৈরি করা হবে বলেনতুন দিল্লীতে অনুষ্ঠিত দুই দেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে ঠিক হয়েছে। দু হাজার কুড়ি সালে বাংলাদেশের ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে মুজিবরের উপর একটি ‘মেগা’ ছবি তৈরি হবে। এই ছবি তৈরির ক্ষেত্রে ভারত সর্বতোভাবে সাহায্য করবে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু এবং বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের বাংলাভাষী মানুষদের জন্য আগামী তেইশে আগস্ট অল ইন্ডিয়া রেডিও চালু করছে ‘আকাশবাণী মৈত্রী’। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করবেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকেইতিমধ্যেই জানানো হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG