অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান হামলায় জড়িত দুই জঙ্গি এখন পশ্চিমবঙ্গে


বাংলাদেশে ঢাকার গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার যাবতীয় রসদ ও সরঞ্জামের ব্যবস্থাকারী জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (নিউ) দুই জঙ্গি এখনও পশ্চিমবঙ্গেই গা ঢাকা দিয়ে রয়েছে বলে নয়াদিল্লিকে জানাল বাংলাদেশ।

ওই দুই জঙ্গিকে ধরার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর সাহায্য চেয়েছে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিইউ)।

গুলশান হামলার সঙ্গে যুক্ত ওই দুই জঙ্গির একজন হল মামুনূর রশিদ রিপন ওরফে জাহাঙ্গীর এবং অপরজন শরিফুল ইসলাম খালেদ।

গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, খালেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। গত এপ্রিল মাসের ২৫ তারিখ থেকে বাংলাদেশের এই দুই জঙ্গি এদেশে রয়েছে বলে নিশ্চিত হয়েছেন সেখানকার গোয়েন্দারা। এমনকি কলকাতার একটি হোটেলেও দু’দিন কাটিয়ে গিয়েছে তারা। প্রথমদিকে পশ্চিমবঙ্গের মালদহ, বীরভূম, কলকাতা ও হাওড়ার ডেরায় কিছুদিন কাটিয়ে তারা দিল্লি এবং উত্তরপ্রদেশের কয়েকটি ডেরা পালটে ফের পশ্চিমবঙ্গে ঢুকেছে বলে গোয়েন্দারা জেনেছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG